নরসিংদী রায়পুরায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে আগুন ও লুটপাঠের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন।
গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল বাশগাড়িতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে সাত থেকে আটটি বাড়িঘরে আগুন এবং লুটপাটের ঘটনা ঘটে।
জানা যায়, বাশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সমর্থক দুই গ্রম্নপের মধ্যে এ সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে গভীর রাত পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।
তবে আহতদের মধ্যে বেশির ভাগই সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহতদের মধ্যে হারুন মিয়া (৪২), আবু সাইদ (৩৫) এবং মাদু মিয়া (২৮) নামে তিন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নবীনগর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।