শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঝিনাইদহে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২

ঝিনাইদহ সদরের পানামী মধ্যপাড়া গ্রামে ফসলের ক্ষেতে পানি সেচ দেওয়া নিয়ে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই আহত ১০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে বিএনপির দুটি পক্ষের নেতৃত্ব থাকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর ও স্থানীয় বিএনপি নেতা জিন্নাহ মন্ডল। গত সোমবার দুপুরের পর আবু জাফরের সমর্থক ইসরাইল মোলস্না তার ঘাসের জমিতে পানি সেচ দিচ্ছিল। সেই পানি জিন্নাহ মন্ডলের সমর্থক বাহারুল মন্ডলের রসুনের ক্ষেতে যায়। ক্ষেতে পানি যাওয়া নিয়ে ইসরাইল ও বাহারুল মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের সমর্থকরা পানামী মধ্য পাড়া গ্রামে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুলস্নাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন শান্ত আছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। হাসপাতালে চিকিৎসাধীন সবার শরীরে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে পেটানোর ক্ষত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে