কক্সবাজারের উখিয়ায় শহীদ উলস্নাহ নামের একজন এতিমের বসতভিটা জবরদখলের চেষ্টাসহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং হারু ফকির গ্রামে এ ঘটনাটি সংঘটিত হয়েছে।
এলাকাবাসী জানান, শহীদ উলস্নাহর বয়স দশ বছর অবস্থায় পিতা সোনা আলী ও মাতা ছালেহা বেগম মারা যান। এদিকে এতিমের বসতভিটা জবরদখল করতে মরিয়া হয়ে উঠে স্থানীয় প্রভাবশালীরা।
গত মঙ্গলবার সকালে ৫ থেকে ৬ জন চিহ্নিত লোক প্রকাশ্যে এতিমের বসতভিটায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও গাছপালা কেটে ফেলে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মামা বাবুর মিয়া বলেন, এতিম শহীদ উলস্নাহকে আমার বাড়িতে লালনপালন করে আসছি।
এ সুযোগে গোলাম আকবর, ছৈয়দ আকবর, মোহাম্মদ হোসেন ও মনসুরের নেতৃত্বে একদল ভূমিদসু্য এতিমের একমাত্র বসতভিটাটি দখল করতে ভাঙচুর চালায়।
অগ্নিসংযোগ, ভাঙচুর ও গাছপালা কর্তনের অভিযোগে কক্সবাজার আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এতিমের স্বজনরা।