অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির কার্যক্রম চলাকালীন ওই বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আরবী বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জন শিক্ষক অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়ম বিষয়ে অভিযোগ ও অনাস্থা আনয়ন করার পরিপ্রেক্ষিতে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির কার্যক্রম চলাকালীন আরবি বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি প্রদান করা হলো।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, 'আরবী বিভাগের প্রায় সকল শিক্ষক অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ এনেছেন। সেগুলো খতিয়ে দেখতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'