জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, 'জনপ্রশাসন সংস্কার তিন মাসের মধ্যে সম্ভব নয়, তারপরও সরকার যে নির্দেশনা দিয়েছে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।'
বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ের সময় প্রশ্ন-উত্তর পর্বে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি আরও বলেন, 'প্রশাসনের কর্মকর্তাদের জনসেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।'
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, 'ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলছে, আমাদের দেশে যতটা না ঘটছে, তার থেকে অনেক বেশি প্রচার করছে। এটা কোনো বন্ধু দেশের কাছে প্রত্যাশিত নয়।'
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণ করতে এবং সহায়তা করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোলস্নার সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. মোকলেস উর রহমান, সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, সদস্য সৈয়দা শাহিনা সোবহান, ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম প্রমুখ।