খুলনার ডুমুরিয়ায় শোলমারী ১০ ভেন্ট রেগুলেটরের সামনে নদী খননের পলি মাটি উন্মুক্ত নিলামে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা জাহিদুল ইসলামের কাছে এ মাটি বিক্রি করেন। নিলামে ১৭ জন মাটি ব্যবসায়ী অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের এসডি আতিকুর রহমান, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, ইটভাটা ব্যবসায়ী আলহাজ ফজলুর রহমান, ইউপি সদস্য মেহেদী হাসান মিন্টু, বিএনপি নেতা মহাসীন বিশ্বাস, শাহিকুল ইসলাম, অ্যাড. আলমগীর কবির প্রমুখ।
উলেস্নখ্য, গত ৬ মাস আগে ডুমুরিয়াসহ বিলডাকাতিয়ার পানি নিষ্কাশনের লক্ষ্যে শোলমারী রেগুলেটরের মুখে ভরাট হওয়া পলি পাউবো'র অর্থায়নে খনন করা হয়। সেই মাটি উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে উপজেলা প্রশাসন।