শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সনদ বিতরণ

ম দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে শিশু শ্রম নিরসন প্রকল্পের আওতায় স্কুল ড্রপ-আউট ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের কারিগরি প্রশিক্ষণ শেষে সনদপত্র ও কারিগরি উপকরণ বিতরণ করেছেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। বুধবার দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টর গমেজ। শিশু শ্রম নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোগী শিক্ষক মো. সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মো. আবুল হুসাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবাব সিরাজ-উদ-দৌলা।

সার বিতরণ

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পেঁয়াজের চাহিদা পুরনো চলতি বছরে আটঘরিয়া উপজেলার ৫শ' কৃষকের মধ্যে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। মঙ্গলবার আটঘরিয়া উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মো. জামাল উদ্দিন, এসিল্যান্ড সানজিদা মুস্তারী, থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বাকীবিলস্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবির কুমার প্রমুখ।

আলোচনা সভা

ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রবিন মিয়ার সঙ্গে চুনারুঘাট প্রেস ক্লাবের সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারে সভা কক্ষে এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসঙ্গতি ও সার্বিক বিষয়াদি তুলে ধরেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. মাহবুবুল আলম মাহবুব, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম।

মতবিনিময় সভা

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে নীতিনির্ধারক ও সাংবাদিকদের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-দিনাজপুর অঞ্চলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সংস্থার বাস্তবায়িত প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প- এসডিডিএফ-এর আয়োজনে উন্নয়ন কমিটির সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও উপজেলার এনিমেটর আসুন্তা হেম্ব্রমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, থানার (ওসি) নাজমুল হাসান।

শপথ গ্রহণ

ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী-নাইক্ষ্যংদিয়া ও চৌফলদন্ডী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সদ্য নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দিদারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পোকখালীর সাবেক চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শেষ হয়েছে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে বুধবার দুপুরে প্রশিক্ষণ সনদ বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ শেষ হয়। এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম মনজুর-এ-এলাহী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা মো. আবু সামা, বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইলোরা পারভীন।

দিবস পালন

ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ রোডস্থ হোটেল শ্রীমঙ্গল ইন এর হলরুমে শ্রীমঙ্গল সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মো. ফারুক খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের কার্য-কমিটির সভাপতি শামীম আক্তার, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন।

খেলার সামগ্রী বিতরণ

ম মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মধ্যে শীতবস্ত্র পোশাক সামগ্রী ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার মিলনায়তনে অনুষ্ঠানে মেহেরপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আবির হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

ম পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বধুবার থেকে দাপ্তরিক কাজে কম্পিউটার সাপোর্ট সংক্রান্ত কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী 'ওয়ার্কশপ অন বেসিক কম্পিউটার ফর অফিসিয়াল কম্পিউটার সাপোর্ট (ব্যাচ-২)' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজার সভাপতিত্বে প্রশিক্ষণ দিচ্ছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আই কিউ এসির অতিরিক্ত পরিচালক মো. আশফাকুর রহমান।

কর্মশালা অনুষ্ঠিত

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে এসময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, ইএসডি ও প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল।

কম্বল বিতরণ

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কম্বল পেল দুই হাজার ৭১৫টি পরিবার। শিশু ও দুস্থ হাজার শিশুর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার 'ওয়ার্ল্ড ভিশন' নাজিরপুর এপি'র আয়োজনে সেতু বন্ধন কিন্ডার গার্ডেনের প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। 'ওয়ার্ল্ড ভিশন' নাজিরপুর এপি'র ম্যানেজার পরিতোষ রেমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান।

ধান সংগ্রহ অভিযান

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে ২০২৪-২৫ মৌসুমে উপজেলায় সরকারিভাবে চলতি মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান। লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে এবং পজিপ কর্মকর্তা কে এম আব্দুস সাহেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক চাই তু ফুহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা খাদ্য কর্মকর্তা, কবির হোসেন।

পরিচয়পত্র বিতরণ

ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীসহ ছয়জন নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তোলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উদ্বোধন পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট আব্দুল হালিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

কমিটি গঠন

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাঘাটা উপজেলা শাখার আহ্বায়ক হারুন-আর রশিদ ও সদস্য সচিব বজলুর রশিদের স্বাক্ষরিত গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে বোনাপাড়া দলীয় কার্যলয়ে মো. রবিউল আউয়াল সুজনকে আহ্বায়ক এবং আতিকুর রহমানকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হারুন আরর রশিদ, সদস্যসচিব বজলুর রশিদ।

কৃষি প্রণোদনা উদ্বোধন

ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর রবি মৌসুমে বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মধ্যে বুধবার কৃষি প্রণোদনা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগ কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে কৃষি প্রণোদনা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, বিএনপি নেতা হাফিজুর রহমান, খন্দকার জুলহাস আলম, রাজিব হোসেন, শাবলু তালুকদার, মনিরুজ্জামান তরফদার মিন্টু, আলমগীর হোসেন প্রমুখ।

হেল্প কর্নার উদ্বোধন

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে কিশোরী হেল্প কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. গোলাপ মিয়ার নিকট হস্তান্তর করা হয়। (এলআরপি) প্রকল্প অফিসের মাধ্যমে ভার্ড একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় কিশোরী হেল্প কর্নার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ভার্ড ম্যানেজার মো. সাইদুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ, অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

মাংস বিতরণ

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

রাজকীয় সৌদি আরব সরকার কর্তৃক প্রেরিত কোরবানির (দুম্বা) মাংস ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াছমিন। মঙ্গলবার দুপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দুম্বার মাংসগুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, সহকারী শিক্ষা অফিসার কুশল আহমেদ রনি, সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।

নগদ অর্থ বিতরণ

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮ জন ভিক্ষুকের মধ্যে মনোহারী সামগ্রী ও ৫ হাজার নগদ টাকা এবং ১৬ জন ভিক্ষুকের মধ্যে ৩টি করে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামপুর উপজেলা পরিষদের আব্দুল বারী মন্ডল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মলিস্নক। আরও বক্তব্য রাখেন এসিল্যান্ড সাদিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন।

সমাপনী কর্মশালা

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নকলা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালার সমাপনী করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। প্রধান অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. ছামিউল হক, বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. ফরিদ আহমেদ, সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন, সোসাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. বাবুল মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

প্রস্তুতিমূলক সভা

ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটির মাদারীপুরের রাজৈর উপজেলা শাখা কমিটি গঠনের উদ্দেশ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা করা হয়েছে। বুধবার বেলা ১২টার সময় উপজেলার টেকেরহাট বন্দরের তালুকদার ডিজিটাল পস্নাজার পার্টি সেন্টারে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির মাদারীপুর জেলা গঠনতন্ত্রের প্রধান কাজী বেবি কনা। রাজৈর উপজেলা কমিটির প্রস্তাবক সদস্য আজগর শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারীপুর সরকারি কলেজের ছাত্র মো. বিপস্নব, জহিরুল ইসলাম, সরকারি রাজৈর কলেজের ছাত্র আফরান মাহমুদ (জামিল), টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজের ছাত্র তামিম শেখসহ অনেকে।

সাধারণ সভা

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শিল্প নগরী টঙ্গীর ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্‌ লি.য়ের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠান মাঠ প্রাঙ্গণে সভায় নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লি. এর চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে এবং পরিচালক মো. হাসানুজ্জামান মলিস্নকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে