শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রিসারকুলেটিং একোয়াকালচার সিস্টেম (রাস) পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। 'ডেভেলপমেন্ট অফ লোকালি ইঞ্জিনিয়ার্ড লো-কস্ট রিসারকুলেটিং একোয়াকালচার সিস্টেম ইন বাংলাদেশ' শীর্ষক এ কর্মশালাটি বৃহস্পতিবার এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি'র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ ) নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। এতে সভাপতিত্ব করেন ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব। এ ছাড়াও শেকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, কেজিএফ'র সিনিয়র স্পেশালিস্ট ড. নরেশ চন্দ্র দেব বর্মন, ড. মো. মনোয়ারুল করিম খান, ড. এম নাজিরুল ইসলাম, নাসরিন আক্তার, ড. এরশাদুজ্জামান ও ড. মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় ৩০ জনের মতো মৎস্য উদ্যোক্তা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, 'গবেষণা এমনভাবে করতে হবে যেন তা ইকোনমিক্যালি ভায়াবল ও ফিজিবল হয়।'
এ সময় তিনি প্রজেক্টের রেগুলার মনিটরিংয়ের প্রতি গুরুত্বারোপ করে বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনিটরিং করব। যেসব প্রতিষ্ঠান প্রজেক্টে অর্থায়ন করে তারাও যেন রেগুলার মনিটরিং করে।' সংবাদ বিজ্ঞপ্তি