লক্ষ্ণীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃতু্য হয়েছে। ছাড়াও সৈয়দপুর-নীলফামারী, যশোরের অভয়নগর, চট্টগ্রামের আনোয়ারা ও ফরিদপুরের ভাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যসহ দশজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রামগতি ও লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নাছিমার বড় বোন পুষ্পা আক্তার ও অটোরিকশা চালক আহত হয়েছেন। শুক্রবার সকাল দশটা আলেকজান্ডার- লক্ষ্ণীপুর আঞ্চলিক সড়কের চরসীতা এলাকার ভাইভাই কমিউনিটি সেন্টারসংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত পুষ্পাকে প্রথমে লক্ষ্ণীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তারা উপজেলার চরঠিকা গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ আহমেদ সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ফুল মিয়ার ছেলে। এ সময় মোটর সাইকেলে থাকা আরও দুজন যুবক আহত হয়েছেন। আহতরা হলেন- সৈয়দটুলা গ্রামের ইদন মিযার ছেলে আলাল মিয়া (২২) ও একই ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের সফর আলীর ছেলে জুনায়েদ মিয়া (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে নওগাঁ-বগুড়া মহাসড়ক পারাপারের সময় মাছবোঝাই ট্রাকের ধাক্কায় মোতাহার সরদার (৬০) নামে মানাসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদূরে বাবলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহার সরদার আদমদীঘি উপজেলার সান্তাহার নামা-পোঁওতা ওয়ার্কশপ মসজিদ এলাকার তবিবর সরদারের ছেলে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, সৈয়দপুর-নীলফামারী সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৭) ও নীলফামারী শহরের বাড়াইপাড়ার বাতাসু বর্মণের ছেলে বিমল চন্দ্র রায় (৬০) নামে দুইজনের মৃতু্য হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে চিলাহাটি থেকে ঢাকাগামী 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় মারা যান। অপরদিকে একই দিন সকালে ঢেলাপীর বাজার এলাকায় নীলফামারী থেকে সৈয়দপুরগামী মহাসড়কের ওপর অজ্ঞাত যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মৃতু্য হয়।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনাসদস্যসহ মোটর সাইকেলের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বুধবার রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামে ফকিরবাগান এলাকায় নড়াইল-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাবেক সেনাসদস্য ইসমাইল বিশ্বাস (৪০) পুড়াখালী গ্রামের ফকিরবাগান এলাকার ইব্রাহিম বিশ্বাসের ছেলে। মোটর সাইকেল চালক মহসিন মলিস্নক (৩৬) একই ইউনিয়নের শংকরপাশা গ্রামের দাউদ মলিস্নকের ছেলে। এ ব্যাপারে অভয়নগর থানার (ওসি) মো. এমাদুল করিম বলেন, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন সাবেক সেনাসদস্য ও অপরজন মোটর সাইকেল চালক। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটর সাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় দিদারুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলাম বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামের আবু তালেবের ছেলে। আহতরা একই গ্রামের শেখ মোহাম্মদের ছেলে মো. মারুফ (১৮) ও আলী হোসেনের ছেলে আহমেদ হোসেন (১৯)। আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, যুবকের মৃতু্যর ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী লোকাল বাসের ধাক্কায় মুক্তার মাতুব্বর (৬০) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত মোকাম মাতুব্বরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর সদরের দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্দুলস্নাহেল বাকী জানান, দুর্ঘটনায় জড়িত লোকাল বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।