রাজবাড়ীতে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাজবাড়ী পৌরসভা কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
শহিদুল ইসলাম খান বলেন, 'বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা আমাদের মর্যাদা নিয়ে থাকব। আমরা বন্ধুত্ব চাই। কারও প্রভুত্ব মানি না। মানবও না। আমরা ৫ তারিখে শেখ হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই।'
তিনি আরও বলেন, 'আধিপত্যবাদীরা ভারতের উসকানিতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে হিন্দু-মুসলিম একসঙ্গে মিলেমিশে আছে। এটা তাদের ভালো লাগে না। এখানে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।'
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুব আলী, সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী প্রমুখ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।