রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পাথর ও লাঠি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পাথর ও লাঠি উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিন প্যাকেট পাথর ও সাইজ করা কাঠের লাঠি উদ্ধার করেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে মোবারকগঞ্জ সুগার মিলের মেইন গেট মার্কেটের পেছন থেকে পাথর ও সাইজ কাঠ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে মোবারকগঞ্জ সুগার মিলের মৌসুমি শ্রমিক নিয়োগ সংক্রান্ত জটিলতায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের সমর্থকরা লাঠি, দেশীয় অস্ত্র ও পাথর নিয়ে যশোর মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেয়। তাদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে সবাই পালিয়ে গেলেও সেখান থেকে প্যাকেট ভর্তি পাথর ও কাঠের লাঠি উদ্ধার করেন সেনা সদস্যরা।

কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, যশোর মহাসড়কে মিলের মেইন গেটে পুলিশ মোতায়েন করে তলস্নাশি করে পরিচয় জেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর একটি দল মিলগেট এলাকায় অভিযান চালিয়ে লাঠি ও পাথর উদ্ধার করেছে বলে লোকমুখে জেনেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে