রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
৩ দিন পর বরিশাল থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুলস্নায় ২ শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জের ফতুলস্নায় ২ শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জের ফতুলস্নায় অপহরণের তিন দিন পর দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে অপহরণকারীদের আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো ফতুলস্নার পশ্চিম লামাপাড়ার বাসিন্দা আ. কাদিরের ছেলে নাঈম (৭) ও নাবিল (৩)।

অপহৃত শিশু উদ্ধারের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানায় পিবিআই নারায়ণগঞ্জ।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ৮ ডিসেম্বর দুপুরে ফতুলস্নার পশ্চিম লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাধুলা করতে গিয়ে ঘরে ফিরেনি নাঈম ও নাবিল। পরে অজ্ঞাত ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে শিশুদের পিতা আ. কাদিরের কাছে শিশুদের ছেড়ে দিতে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের সদস্যরা হতাশা হয়ে পড়ে। এ ঘটনায় ওই দিনই শিশুর নানা মো. সালাউদ্দিন ফতুলস্না থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি দায়েরের পর প্রথমে পুলিশ বিষয়টা নিয়ে তদন্তে নামে। পরে পিবিআই নারায়ণগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করাকালীন জানা যায় যে আসামিরা অপহৃত ভিকটিমদ্বয়কে নিয়ে বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে। পরে নারায়ণগঞ্জের পিবিআইয়ের ইন্সপেক্টর হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শিশু দুইজনকে উদ্ধার করা হয়। তবে পিবিআই নারায়ণগঞ্জ তৎপরতা ও উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আসামিরা পালিয়ে যায়।

ভিকটিমদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত মহিলা এবং পুরুষ আসামিরা ফতুলস্নার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে খেলাধুলা করার সময় কৌশলে ভিকটিমদ্বয়কে অপহরণ করে নিয়ে যায়। আর উদ্ধার হওয়ার পর আদালতের আদেশক্রমে নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অফিসার নূর ফারজানা উদ্ধারকৃত শিশুদের পরিবারের জিম্মায় প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে