গোপালগঞ্জের কাশিয়ানীতে মসজিদে নামাজ পড়তে গিয়ে ছয় বছর বয়সি শিশুপুত্র মুরসালিন ঘরে ফেরেননি। ছেলে ফিরে আসবে এই আশায় পথের (রাস্তার পাশে) পাশে বসে চোখের জলে বুক ভাসাচ্ছেন মা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
শিশু মুরসালিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার সাজাইল ইউনিয়নের আমডাকুয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে।
জানা যায়, গত ২০১৯ সালের ২ আগস্ট দুপুরে শিশু মুরসালিন বাড়ির পাশে সাজাইল বাজার জামে মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাজাইল পুরানো ইউনিয়ন পরিষদ ভবনের কাছে পৌঁছালে সাদা একটি মাইক্রোবাস যোগে অজ্ঞাতনামা ৫/৬ জন লোক এসে মুরসালিনকে জোরপূর্বক তুলে নিয়ে দ্রম্নত ঢাকা-খুলনা মহাসড়কের দিকে নিয়ে যায়।
মামলার বিবরণে উলেস্নখ করা হয়, ঘটনার পর চার বছরেও শিশু মুরসালিন নিখোঁজের রহস্য উন্মোচন করতে পারেনি সংশ্লিষ্টরা। মামলাটি এখনো গোপালগঞ্জ পুলিশের সিআইডি বিভাগের কাছে তদন্তাধীন রয়েছে।