রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কালিহাতী ও টাঙ্গাইল, স্টাফ রিপোর্টার

  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
টাঙ্গাইলে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কালিহাতী ও টাঙ্গাইল, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজের ৫ দিন পর বিল থেকে লিটন মিয়া (৪৪) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে পাইকড়া ইউনিয়নের কালোহা বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন মিয়া ওই ইউনিয়নের বানকিনা গ্রামের মৃত আতশ আলীর ছেলে।

জানা যায়, পেশায় কৃষক লিটন মিয়া বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে বানকিনা গ্রামে জুয়া খেলতেন। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় কালোহা পশ্চিমপাড়ায় তিনি জুয়া খেলতে বসেন।

সেখানে স্থানীয় লোকজন ধাওয়া করলে জুয়াড়িরা কালোহা বিলের দিকে পালিয়ে যায়। এরপর থেকে লিটন মিয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। লিটনের পরিবারের সদস্য ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বিষয়টি পুলিশকেও জানানো হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় জেলেরা কালোহা বিলে মাছ ধরতে গিয়ে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, কালোহা বিলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে