রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বাড়ায় বেড়েছে জনদুর্ভোগ। ভিড় বেড়েছে নগরীর ফটপাতারের গরম কাপড়ের দোকানগুলোতেও।
রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে বেড়েছে শীতের তীব্রতা।
তিনি বলেন, 'শুক্রবার রাজশাহী আবহাওয়া অফিসে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এবারে শীতে রাজশাহী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগের দিন গত বৃহস্পতিবার ছিল ১১.৮, গত বুধবার ১৩.০ এবং গত মঙ্গলবার ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।'
তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে মাঝারি এবং ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।