চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে 'লুসাই পার্ক রেস্টুরেন্ট ও রিসোর্ট'কে আওয়ামী লীগের আস্তানা দাবি করে তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকালে পারকি বীচ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, 'বারশত ইউনিয়ন পরিষদের আ'লীগের চেয়ারম্যানের মালিকানাধীন লুসাই পার্ক থেকে আ'লীগের সব নীল নকশা তৈরি করা হতো। এই আস্তানা থেকেই বিএনপি-জামায়াত এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দমনের সব ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করা হতো। এখন আবারও সেই আস্তানা পুনরায় চালু করলে এলাকাবাসী কখনই মেনে নেবে না।'
আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল গফুর সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় মঈনউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার, রবিউল হোসেন ভুট্টো, কাশেম, নুর শাহেদ খান রিপন, জিয়াউর রহমান।
এ সময় ক্ষতিগ্রস্ত রাসেল, জামাল, ইলিয়াস, আবসার, জয়নাল, সাদেক, নুর জামাল, হোসেন, নাহিম, নাছিম, রফিকসহ স্থানীয় এলাকাবাসী এবং পারকির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।