রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দৌলতপুরে কৃষক দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দৌলতপুরে কৃষক দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে উপজেলার দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি থানা বাজারসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবিদ হাসান মন্টি সরকার।

আনন্দ মিছিলে অংশ নেন, নবগঠিত কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার কাজল, যুগ্ম আহ্বায়ক নুর আমিন, বুলবুল হোসেন, জিলস্নুর রহমান, আবুল কাশেম তোতা মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নবগঠিত কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু সংক্ষিপ্ত বক্তব্যে জানান, দীর্ঘদিন পর উপজেলা কৃষক দলের কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে।

দৌলতপুর কৃষক দলের কমিটিতে প্রকৃত, ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করায় তিনি কৃষকদলের জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটিসহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে