কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দক্ষিণ দামপাড়া রাস্তার নরসন্দা নদীর ওপর ৪৭০ মিটার চেইনেজে ময়মনসিংহ অঞ্চল পলস্নী অবকাঠামো প্রকল্পের আওতায় ১৫৬ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে। এই নির্মাণ কাজটি প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মেসার্স মমিনুল হক এন্টারপ্রাইজ ও জেএন এন্টারপ্রাইজ কাজটি শেষ করে।
জানা যায়, ব্রিজটির নির্মাণকাজ শেষ হলে উপজেলা সদরের সঙ্গে শিংপুর, দামপাড়া, মিঠামইন উপজেলার যোগযোগব্যবস্থা আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ব্রিজটি চালু হওয়ার পর থেকে এই নান্দনিক পরিবেশগতভাবে প্রতিদিন প্রায় শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে আসেন।
নিকলী উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক রাকিব জানান, এই ব্রিজের কাজ শেষ হওয়ায় তিনি এবং এলাকার জনগণ খুবই আনন্দিত। ব্রিজ সংলগ্ন এলএসডি গোডাউন পর্যন্ত বাইপাস রাস্তা হয়েছে। এর ফলে খাদ্যগুদামের পরিবেশ আগের তুলনায় কৃষকদের অনেক উপকার আসবে বলে উলেস্নখ করেন।