ফরিদপুরের সদরপুর উপজেলার সারাদেশের মধ্যে আলোচিত ইউএনও আল মামুনকে অবশেষে বদলি করা হয়েছে। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন। ফরিদপুর জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোলস্না স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, 'জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনে আল মামুনকে, ইউএনও সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১ ডিসেম্বর তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল সদরপুর থেকে হতে অবমুক্ত করা হয়েছে। ইউএনওর দায়িত্বভার গ্রহণ করেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
আল মামুন বলেন, 'সদরপুরের ইউএনওর পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার অপরাহ্নে পেয়েছি। চিঠিটি গত বুধবারের তারিখে স্বাক্ষর করা ছিল। আজ (শুক্রবার) রাতে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেব।'
গত বুধবার মামুনের বিরুদ্ধে 'আ'লীগ ফিরে আসবে' বলে মন্তব্য করার অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন দুপুরে ইউএনও মামুনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।