রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সমাবেশ অনুষ্ঠিত

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমিনপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব আহসান হাবিবের সঞ্চালনায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমিনপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান। প্রধান আলোচক হিসেবে ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রংপুর মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল।

প্রতিযোগিতা অনুষ্ঠিত

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা ডিগ্রি কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কলেজের হলরুমে অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মোটিভেশনাল বক্তব্য রাখেন কলেজের বিদু্যৎসাহী সদস্য মাওলানা ইবরাহীম হোসেন। এতে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এটিএম তরিকুল ইসলাম, তাসমীম আরা, ওয়ালিউর রহমান, অবন্তী ভূষণপাল, এটিএম আসাদুলস্নাহ রেজা, তৌহিদুল ইসলাম, কফিল উদ্দিন সরকার, নুরে আলম প্রামাণিক ও কানুরামপাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সাজু।

সমাপনী সভা

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্য নিরাপত্তার জন্য দায়িত্বশীল কৃষি কর্মসূচি বিষয়ক প্রকল্প বাস্তবায়ন পরবর্তী স্টেক হোল্ডারদের সঙ্গে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা। সভায় বক্তব্য রাখেন প্রোগাম হেড কাজী মোরশেদ আলম, এলআরপি ম্যানেজার আজাদুল ইসলাম, স্পন্সরশিপ ম্যানেজার আব্দুলস্ন্যা আল মামুন, মিয়েল ম্যানেজার শাহিনুজ্জামান, অ্যাকশন এইড বাংলাদেশের ঘোড়াঘাট কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল কাইয়ুম, প্রকল্প ম্যানেজার ফারুকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে তুলে ধরে বিভিন্ন প্রেজেটেনের মাধ্যমে উপস্থিত স্টেকহোল্ডার ও অতিথিদের অবহিত করা হয়।

শীতবস্ত্র বিতরণ

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠন। শুক্রবার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি'র সদস্য হালুঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, নকলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, শেরপুর জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক আমিরুল ইসলাম, আলোর কাফেলা'র সভাপতি হাফেজ আল-আমিন সায়ফী, সাধারণ সম্পাদক বাবুল সেখ।

কৃষি প্রণোদনা

ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে, রবি- ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধান উৎপাদনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলামের সভাপতিত্বে প্রণোদনার বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন ইউএনও আলিমুজ্জামান মিলন। উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, পত্নীতলা প্রেস ক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ফরহাদ হোসেন।

সম্মাননা প্রদান

ম বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মানানা প্রদান করা হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বাদশা আলম। বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদ আমিন ফয়সাল, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান শিমু। পাইলটিয়ান ২০০২ ব্যাচের উদ্যোগে প্রাক্তন ১৫ জন শিক্ষক ও বর্তমান ২৫ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্টসহ বিশেষ উপহার সামগ্রী তুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষা বৃত্তি

ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে শিক্ষা বৃত্তি-২০২৪ ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, যায়যায়দিনের সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান তরফদার বাবু, অধ্যাপক শামসুল আলম সবুজ, সাংবাদিক কোরবান আলী, স্কাউট লিডার শাহ আলম সরকার, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা রেজওয়ানুল করিম রানা।

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ম স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে শহরে একটি শোভাযাত্রা বের হয়?শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল, মোনাজির হোসেন সুজন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ।

উদযাপন প্রস্তুতি

ম পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৬ ডিসেম্বর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক প্রীতিম্যাচ এবং প্রমাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী চলবে এ আয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, 'আমরা এবারের বিজয় দিবস একটু ভিন্ন রূপে উদযাপন করতে যাচ্ছি। যেখানে থাকবে জুলাই বিপস্নব-২৪ এর চেতনার প্রতিফলন।'

সভা অনুষ্ঠিত

ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোলস্নাহাট উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মোলস্নাহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সিতাংশু কুমার সমাজপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাল্ব-এর পরিচালক গ অঞ্চল শেখ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, জেলা ব্যবস্থাপক সঞ্জয় দত্ত, অধ্যক্ষ এল জাকির হোসেন, সাবেক সম্পাদক প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ। সঞ্চালনা করেন, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রশিক্ষণ পরিচালনা করেন ভিবিডি নড়াইলের সভাপতি মিথিলা হক মৌলি। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন শেখ নাজমুস সাকিব সিয়াম, মুনিয়া রহমান, জসীম উদ্দিন রাজ, ফাহীম আলম। এ সময় তারা বাস্তব অভিজ্ঞতা, কার্যকরী কৌশল এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করেন। সহযোগী ছিলেন যুব সংগঠক ইকরামুল ইসলাম এবং তরুণ উদ্যোক্তা ও যুব সংগঠক নাজিম উদ্দিন।

গরু চুরি

ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে এক রাতে দুই কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই কৃষক হলেন- কৃষক মছির উদ্দিন ও দশরত আলীর ছেলে কৃষক ইদ্রিস আলী। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, 'গরু চুরির ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার ও চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।'

মতবিনিময় সভা

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বিএনপির ইউনিয়ন ও ওয়াডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তাফা মোল্যার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আহ্বায় শরীফ রফিকুজ্জামান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজি আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট, তৌফিক ইসলাম, উপজেলা সহসভাপতি হাসানুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিরো মৃধা, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান জায়দার, ডা. সোহান, মানববিষয়ক সম্পাদক মোরাদ হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক বিলস্নাল হোসেন, যুবদলের সভাপতি এনামুল হক শিমুল।

নায্যমূলে মাংস

ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সৌজন্যে শুক্রবার নজিপুর নতুন হাট এলাকায় ন্যায্যমূলে মাংস বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, সাংবাদিক, ক্রেতা-বিক্রেতা, সুধীজন। ইউএনও আলিমুজ্জামান মিলন জানান, এ বাজার থেকে ক্রেতারা ন্যায্যমূল্যে মাংস যে যতটুকু নিতে চায় তাই নিতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে