নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় একটি সাইজিং মিলের কালো ধোঁয়া এবং ধোঁয়ার সঙ্গে নির্গত দানা দানা ময়লা পড়ে আশপাশের প্রায় অর্ধ কি.মি. এলাকার ফসলি জমি নষ্ট হচ্ছে, দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত কোনো ছাড়পত্র এবং সরকারি লাইসেন্স ছাড়াই আবাসিক এলাকায় এ সাইজিং মিলের চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া এবং ধোঁয়ার সঙ্গে নির্গত দানাদার ময়লা এমন ক্ষতি সাধন করছে। এলাকাবাসী জানায়, এ ব্যাপারে বারবার কর্তৃপক্ষকে তাগিদ দিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। মিল কর্তৃপক্ষ স্থানীয় লোকজন ও প্রভাবশালী হওয়ায় এলাকাবাসীর অভিযোগ কানে তুলছেন না তারা।
এলাকায় খোঁজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, সুরমা সাইজিং মিল নামে ওই কারখানাটির মালিক একই এলাকার শরিফুল ইসলাম। তিনি কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় এ মিলটি স্থাপন করে দীর্ঘ দিন ধরে চালিয়ে যাচ্ছেন।
এর ভেতরে বিভিন্ন প্রকার পস্নাস্টিক, জুট, পলিথিন ইত্যাদি পেড়ানো হয়ে থাকে বলে মিলের চিমনি দিয়ে ঘন কালো ধোঁয়া এবং ধোঁয়ার সঙ্গে নির্গত দানা দানা ময়লা ফসলি জমিতে পড়ে এর উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এ রকম ময়লার কারণে ওই এলাকায় বসবাসকারী লোকজন কাপড় ধুয়ে বাইরে শুকাতে দিতে পারে না। ময়লা পড়ে তাদের দামী কাপড় নষ্ট হয়ে যায়। বসতবিল্ডিংয়ের দেয়াল ও ছাদ নষ্ট হচ্ছে।
ফলফলাদির গাছগাছড়া সব নষ্ট হয়ে যাচ্ছে। অনেক পরিবারের মহিলারা বাইরে রান্নার কাজ করেন। ময়লা পড়ে তাদের রান্না করা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। ওপর থেকে বৃষ্টির মতো পড়ে ধোঁয়ার ফসল নির্গত কালো ময়লা। ভুক্তভোগী এলাকাবাসী জানান, মিল কর্তৃপক্ষ প্রভাশালী হওয়ায় তারা আমাদের কথা কানেই নিচ্ছেন না।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।