ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সন্তান নিলয় হোসেন রবিন ওরফে নিলয় বাদশাহ।
গত ৮ ডিসেম্বর সংগঠনটির ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান নিলয় হোসেন রবিন। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় ২য় কাউন্সিলে ভোটের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোলস্না এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজমুল হাসান। দলের কাউন্সিলের প্রায় তিন মাস পর ঘোষণা করা হয় এ আংশিক কমিটি।
নিলয় হোসেন রবিন কাউওয়ালি গানের ব্যান্ড সিলসিলার সংগীতশিল্পী। তিনি লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. সুলতান হাওলাদারের (বয়াতি) পুত্র। পরিবারের সঙ্গে রাজধানী ঢাকার লালবাগে বসবাস করেন তিনি।
এছাড়া নিলয়ের বড় ভাই ইব্রাহীম নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য।