কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন মামলায় এক রাতে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অপরাধে পাঁচ জেলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষঅকারী বাহিনীর সদস্যরা। চট্টগ্রামের মিরসরাই ও চন্দনাইশ, ঢাকার কেরানীগঞ্জ, রাজবাড়ীর গোয়ালন্দ, সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও নওগাঁর পোরশায় এসব অপরাধীকে গ্রেপ্তার করা হয়।-
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ গত শুক্রবার রাতে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৮জনকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সিআর ৬৭১/২৪ গ্রেপ্তারি পরোয়ানা মূলে উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের কসর আলীর ছেলে মোহাম্মদ ওয়াহেদ আলী ও আব্দুর রাজ্জাক, চান্দামারী গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম ও জাহিদুল ইসলাম, আব্দুল সালামের ছেলে আব্দুর রাজ্জাক, চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি গ্রামের নসর উদ্দিনের ছেলে আদম আলী, নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী মোছা. বেগমকে গ্রেপ্তার করে। রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, শনিবার সকালে গ্রেপ্তারদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহাদাত হোসেন শাকিলকে মারধর করে চাঁদা দাবির ঘটনায় রিয়াজ প্রকাশ জিয়াজ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী রিয়াজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ উপজেলার মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকার ইরানি কালার সন্তান।
জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন শাকিলকে উপজেলার মিরসরাই পৌরসদরে কয়েকজন সন্ত্রাসী মারধর করে চাঁদা দাবি করে। পরে এই ঘটনায় ৪ জনের নাম উলেস্নখ কওে শাহাদাত হোসেন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। এ ঘটনার আসামি রিয়াজকে পুলিশ গ্রেপ্তার করে। হামলা ও চাঁদাবাজি মামলার অন্য আসামিরা হলেন- বাবুল (২৭), ফরিদ হোসেন (৩০), আলাউদ্দিন (৩৫)।
মিরসরাই থানার ওসি আতিক রহমান জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বিজিসি ট্রাষ্টের মেডিকেল গেইটের পশ্চিম পাশে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে কক্সবাজার থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ওই দুই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের উখিয়া থানার মরিচ?্যা পালং এলাকার সোনা মিয়ার ছেলে মোহাম্মদ বাদশা মিয়া (২৫), আবুল কালামের ছেলে আব্দুল আজিজ মুন্না (২২)। চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন বিষয়টির সত?্যতা নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে ১০লাখ টাকা মুক্তিপনের জন্য অপহৃত ব্যক্তি মোহাম্মদ মোস্তফা (২৪) উদ্ধার এবং অপহরণকারী মামুনকে (৩৯) গ্রেপ্তার করেছে র?্যাব-১০। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের্ যাব-১০ (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেরানীগঞ্জের চর খাসকান্দি গ্রামের মোহাম্মদ মোস্তফা (২৪) দীর্ঘদিন ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে যাত্রী পরিবহন করার জন্য বাসা থেকে বের হন। এরপর অপহরণকারী মামুনসহ তার সহযোগীরা কোনাখোলা যাওয়ার জন্য ভিকটিম মোস্তফার সিএনজিতে ওঠেন। কিছুদূর যাওয়ার পর ফাঁকা জায়গায় আসামিরা ভিকটিমকে অস্ত্র দিয়ে হত্যার ভয়ভীতি দেখায় ও তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে দশ লাখ টাকা দাবি করে। ভিকটিম মোস্তফার বাবা মোজাম্মেল হক দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করেন। এরপরর্ যাব-১০'র একটি আভিযানিক দল
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুলস্নাহপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোস্তফাকে উদ্ধারসহ অপহরণকারী মামুনকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান একটি পুরাতন ট্রলার থেকে সাত ব্যারেল (১৪০০ লিটার) ডিজেলসহ গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি দল। শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫) এবং নাসির সরদার পাড়ার সাত্তার ব্যাপারীর ছেলে মো. হাবিল ব্যাপারী (৩২)।
দৌলতদিয়া নৌফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ ব্যারেল (১৪০০ লিটার) তেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা দৌলতদিয়া নদীতে ব্যবহৃত ড্রেজিংয়ের চোরাই তেল এগুলো। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ শাড়ি কাপড়, কসমেটিক্স, চকলেট, শীতবস্ত্রসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর থানার নতুন গুদিগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আবুল হোসেন (২৮) ও একই উপজেলার উত্তর ফেনিবিল গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে শাকিল মিয়া (২২)।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় ৪০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মনিরুল হাসান সুমন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন নিতপুর মাস্টারপাড়ার মৃত আকতার হোসেনের ছেলে।
পোরশা থানার ওসি শাহীন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাসার সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।