বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাজশাহী অফিস
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
রাজশাহীতে আরএমপি'র মাসিক কল্যাণ সভায় উপস্থিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান -যাযাদি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়।

1

পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় পুলিশ কমিশনার আরএমপির সব পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।

সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে অবসর গ্রহণ করা সদস্যদের সম্মাননা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একজন ইন্সপেক্টর, একজন টিএসআই ও একজন সিভিল স্টাফকে ক্রেস দিয়ে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরএমপির নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে