বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ন্যায্যমূল্য থেকে বঞ্চিত দামুড়হুদার কৃষকরা :ধানের হাট চালুর দাবি

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ন্যায্যমূল্য থেকে বঞ্চিত দামুড়হুদার কৃষকরা :ধানের হাট চালুর দাবি

জেলার সবচেয়ে কৃষি নির্ভর উপজেলা দামুড়হুদা। চুয়াডাঙ্গা জেলার পুরাতন ঐতিহ্যবাহী ও জেলার সবচেয়ে বড় বাজার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা। উপজেলার কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও নাটুদা ইউনিয়নের বাজারে ধান বেচাকেনা হয় বিছিন্নভাবে হাজার হাজার মন। যা স্থানীয় ফড়িয়াদের দখলে। এই স্থানীয় ধান ব্যবসায়ীরা ধানের দাম অনেক সময় কম দামে ক্রয় করে থাকে। যে সময় আমন ও ইরি ধান বাজারে ওঠে, সে সময় প্রত্যেকদিন ২০ থেকে ৩০টি ধানের ট্রাক, প্রতিদিন লোড হয়।

এ উপজেলায় ধানের হাট না থাকায় কৃষকরা ধানের ন্যায্যমুল্যে থেকে বঞ্চিত হচ্ছে। নিজেদের চাহিদা মিটিয়ে বাকি ধান বিক্রী করার জন্য কোন হাট না থাকায় আড়ৎ অথবা ফঁড়িয়াদেও কাছে জিম্মি হয়ে পড়ে এলাকার কৃষকরা। ধানের হাট স্থাপনের জন্য উপজেলার তিন ইউনিয়নের মাঝামাঝি কার্পাসডাঙ্গা আশ্রয় কেন্দ্রর নিকট সরকারের অনেক পরিতাক্ত জমি থাকায় উপযুক্ত স্থান বলে মনে করে কৃষকরা। উপজেলা কৃষক জোট কৃষকদের সচেতন করার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে। এবছর আমন ও বোরো মৌসুমে দামুড়হুদা উপজেলার প্রায় ৯ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়ে থাকে। কৃষকদের উৎপাদিত বিপুল পরিমান ধান বিক্রির জন্য দামুড়হুদা কোনো ধানের হাট নেই। ধান বিক্রির জন্য কৃষকদেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার দুরের জীবননগর বা সরোজগঞ্জের হাটে যেতে হয়। ফলে এই এলাকার সাধারণ কৃষকদের অতিরিক্ত পরিবহণ খরচ ও সময়ের অপচয়সহ নানা ধরণের হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

1

উপজেলার কুড়ুলগাছীর জামাত আলী বলেন, কাপার্সডাঙ্গায় ধানের হাট হলে এলাকার কৃষকরা যেমন ধান বিক্রি করতে আর সমস্যায় পড়তে হবে না। তাছাড়া ধানের মুল্যে ভাল পাবে।

কাপার্সডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, এলাকায় ধানের হাট বসলে কৃষকরা লাভবান হবে।

এ বিষয় উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন জানান, কার্পাসডাঙ্গা বাজারে একটি ধানের হাট বসানো বিষয় জেলা ও উপজেলা প্রসাশন বরাবর লিখিত আবেদন করেছি।

এবিষয় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কে এইচ তাসফিকুর রহমান বলেন, 'আমি কার্পাসডাঙ্গা ভুমি কর্মকর্তাকে অবহিত করেছি। কোথায় ধানের হাট করা যায় এবং প্রতিবেদন দাখিল করতে বলেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে