বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বাজিতপুরে পাউবো'র নদীরক্ষা বাঁধ প্রকল্পের কাজে ধীরগতি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাজিতপুরে পাউবো'র নদীরক্ষা বাঁধ প্রকল্পের কাজে ধীরগতি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ও বলিয়ার্দী ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের অধীনে তিনটি নদীরক্ষা বাঁধ প্রকল্প গত ২০২৩ সনে ফ্যাসিবাদ সরকারের আমলে শুরু হলেও আছানপুরে তিনটি প্রকল্প কাজ মন্তর গতিতে চলছে। দুটি কোম্পানির স্থানীয় একজন প্রভাবশালী ইউনিয়ন চেয়ারম্যান ১৫ হাজার ব্যাগের বালু ফেলার জন্য কাজ নিলেও গত বছর বন্যায় সেই জিও ব্যাগগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা বলছেন, বালুর জিও ব্যাগগুলোর যে টেম্পার নূন্যতমপক্ষে ৮০সস থাকা দরকার কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে ৮০সস এর নিচে থাকার কারণে তাদের প্রভাবে সেগুলো তৈরি করা হয়। কিন্তু ওই দু'টি কোম্পানির লোকজন সেই প্রভাবে কোন কথা বলতে পারেনি। এই দু'টি কোম্পানির প্রায় কোটি টাকা গচ্ছা গেছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে মন্তর গতির কাজের কারণে আছানপুর নদী রক্ষা বাঁধের পাশেই একর পর একর আবাদি জমি ভেঙে যাচ্ছে বলে কৃষকদের অভিযোগ।

1

সরেজমিনে গিয়ে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের নদীরক্ষা বাঁধ প্রকল্পের কাজ এবার মন্তর গতির হওয়ার কারণে এলাকার শ্রমজীবী মানুষ এখন কর্মহারিয়ে বেকার হয়ে পড়ছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, পানিতে ভিজে জিও ব্যাগগুলো নষ্ট হওয়ার কারণে সেগুলো বাদ করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে