বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

খাসিয়া পুঞ্জিতে বিদু্যৎ সংযোগের পাঁয়তারা, কুলাউড়ায় উত্তেজনা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
খাসিয়া পুঞ্জিতে বিদু্যৎ সংযোগের পাঁয়তারা, কুলাউড়ায় উত্তেজনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই খাসিয়া পানপুঞ্জিতে নতুন করে বিদু্যৎ লাইন টেনে সংযোগ প্রদানের পায়তারা করছে কতিপয় অসাধু কর্মকর্তা। বিদু্যৎ লাইন টানা বন্ধের জন্য জেলা প্রশাসক ও কুলাউড়ার ইউএনও'র কাছে লিখিত আবেদন করেছে চা-বাগান কর্তৃপক্ষ। এ নিয়ে চা-শ্রমিক ও খাসিয়াদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

জানা যায়, ঝিমাই চা-বাগানটি কেদারপুরটি কোম্পানীর অধীনে সরকার থেকে ৬৬১ একর জায়গা লিজ গ্রহণ পূর্বক চা-উৎপাদন করে আসছে। বর্তমানে চা-বাগানটির লীজের মেয়াদ আগামী-২০৫২ সাল পর্যন্ত। বাগানের অভ্যন্তরে খাসিয়ারা বসবাস করলেও তাদের মালিকানাধীন কোনো জামি নেই। বর্তমান আইনে বনভূমি কিংবা সরকারি জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিদু্যৎ সংযোগ দেওয়ার বিধান নেই। অথচ সেটা জেনেও বিদু্যৎ বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা ঝিমাই চাবাগানের অভ্যন্তর দিয়ে খাসিয়া পুঞ্জিতে বিদু্যৎ সংযোগের পায়তারায় লিপ্ত রয়েছে। আর এমন খবর পেয়ে বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন বাগানের চা-শ্রমিকরা।

1

চা-শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, এমনিতে বাগানের বৃহৎ একটি অংশ খাসিয়ারা জবর দখল কওে রেখেছে। এখন তারা দখল পাকাপোক্ত করতে বিদু্যৎ সংযোগ নিতে চাচ্ছে। চা-শ্রমিকরা তা শক্ত হাতে প্রতিহত করবে।

ঝিমাই চাবাগানের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান জানান, চা-বাগানের জায়গায় অবৈধ জবর দখলকারিদের কোনো ধরনের বিদু্যৎ সংযোগ না দিতে সম্প্রতি তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। যেখানে খাসিয়াদের ভূমির কোনো মালিকানা নেই, সেখানে তারা বিদু্যৎ সংযোগের পায়াতারা করে মূলত বাগানের আইনশৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছেন।

কুলাউড়া বিদু্যৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী হাবিব উলস্ন্যাহ জানান, ঝিমাই চাবাগানের অভ্যন্তরে বসবাসরত খাসিয়া পরিবারে বিদু্যৎ সংযোগের বিষয়ে তার জানা নেই। বাগান কর্তৃপক্ষের লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি আইন মোতাবেক দেখা হবে। কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, ঝিমাই পুঞ্জিতে বিদু্যৎ সংযোগের বিষয়ে অফিসিয়ালি কোন পত্র কিংবা তথ্য তার কাছে আসেনি। বাগান কর্তৃপক্ষের আপত্তির পত্রটি তিনি পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে