বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শিবচরে ৪ দিনব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলা শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শিবচরে ৪ দিনব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলা শুরু

মানব সভ্যতার সূচনা থেকে মানুষের বই পাঠের তথ্য পাওয়া যায়। বই পড়ার অভ্যাস মানুষের নীরবে কিংবা সরবে হলেও কালের পরিক্রমায় মানুষ তথ্য জানার জন্য বারবার কিছু পড়ার প্রতি মনোনিবেশ করেছে। এরই ধারািবাহিকতায় মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগীতায় ৪ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

গত সোমবার উপজেলার শিল্পকলা একাডেমির চত্বরে এ বই মেলার উদ্বোধন করেন শিবচর ইউএনও পারভীন খানম।

1

ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক এখলাছ উদ্দিন চুন্নুর সমন্বয়ে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ মাকসুদুর রহমান ও উপজেলার বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক, কবি সাহিত্যিকরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলায় প্রায় আট হাজার বই ২০-৩০ ভাগ ছাড়ে বিক্রয় ও প্রদর্শন করা হয়েছে। আগামী ২৬ ২৭ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলা খোলা থাকবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে