বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, তৃনমূল নেতাকর্মীদের আনন্দ মিছিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, তৃনমূল নেতাকর্মীদের আনন্দ মিছিল

তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

এ খবওে তৃণমূল নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন ও মিষ্টি বিতরণ করেছেন।

1

জানা গেছে, ২০২৩ সনে ১৭ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল এলাকায় দ্বিবার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে ২০২২ সালে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন হয়।

এদিকে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত সংবাদে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ শেষে নাসিক বিভিন্ন ওয়াডে আনন্দ মিছিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে