নিজের সাড়ে চার বছরের সন্তানকে অপহরণের দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রেপ্তার করা হয়েছে বাবা আব্দুলস্নাহ আল এলিনকে (৩২)।
এ দিকে ছেলেকে একই জেলার বিরামপুরে নিজের দাদা-দাদীর কাছে লুকিয়ে রেখে মিথ্যা নাটক সাজিয়ে ধোঁকা দেওয়ার অভিযোগে স্বামীসহ পাঁচজনের নাম দিয়ে মামলা করেছেন স্ত্রী বাবলি খাতুন (২৩)।
গত সোমবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরের থানা পাড়া এলাকা থেকে শিশু পুত্র রাফিনকে (৫) উদ্ধার করে পুলিশ।
বাদীর করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, আনুমানিক ৬ বছর আগে ঘোড়াঘাট উপজেলার চাটশাল সোনারপাড়া এলাকার বাবু মিয়ার মেয়ে বাবলি খাতুনের সঙ্গে বিরামপুর উপজেলার থানাপাড়ার নজরুল ইসলামের ছেলে আব্দুলস্নাহ আল এলিনের বিয়ে হয়। সংসার করাকালে স্ত্রী বাবলি জানতে পারেন, এর আগেও তার স্বামীর অন্য এক জায়গায় বিয়ে হয় এবং ওই পক্ষের একটি সন্তানও আছে। এ নিয়ে দুইজনের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বাবলিও একটি পুত্র সন্তানের মা হন। সন্তান জন্মের পর থেকে স্বামী বিভিন্ন সময় টাকার জন্য নির্যাতন করেন। নির্যাতন সহ্য করতে না পেরে বাবলি মায়ের বাসা চলে আসেন। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় শিশু সন্তান রাফিন নানির উঠানে খেলা করার সময় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্তানকে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে থানায় এসে অভিযোগ করেন বাবলি খাতুন।
ওসি নাজমুল হক জানান, অভিযোগ পাওয়ার পর স্বামীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে মিথ্যা টালবাহানা করলেও পরে শিকার করেন নিজ সন্তানকে বিরামপুরের পৌরশহরে দাদা-দাদীর কাছে লুকিয়ে রেখেছেন। পরে পুলিশ গিয়ে শিশু রাফিনকে উদ্ধার করে।