শীতবস্ত্র বিতরণ
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আনসার অফিসে জেলার দুস্থ ও শীতার্ত আসনার-ভিডিপি সদস্যদের এ শীতবস্ত্র বিতরণে করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী। অনুষ্ঠানে জেলা কমাড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যানট ফারিহা তাবাসসুমসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় জেলার ৬ উপজেলার দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্যকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আইনশৃঙ্খলা সভা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউএনও মিনহাজুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও গত ১ মাসের আইন শৃঙ্খলার উপর সূচনা বক্তব্য রাখেন। নানা বিষয়ে বক্তব্য রাখেন আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাংবাদিক নুরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা কুষি অফিসার সজিব আল মারুফ, থানার ওসি মো. শফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী বাকিবিলস্নাহ প্রমুখ।
চেক প্রদান
ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে সাতজন বীর মুক্তিযোদ্ধাকে ঋণের চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার ইউএনও রুমানা আফরোজ তার অফিস কক্ষে এ চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অফিসার বেনজীর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, পলস্নী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সাবেক কমান্ডার মহাতাব আলী, রশিদুল ইসলাম, আব্দুল হামিদ প্রমুখ।
সরঞ্জামাদি বিতরণ
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ঘূর্ণিঝড় প্রস্তুতি (সিপিপি) কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলা কনফারেন্স রুমে সরঞ্জামাদি বিতরণ হয়। চট্টগ্রামের উপ-পরিচালক হাফিজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও তাহমিনা আক্তার। আনোয়ারার ঘূর্ণিঝড় প্রস্তুতি টিম লিডার ও কৃষক দলের সাধারণ সম্পাদক এবিএম জামাল উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত টিম লিডার নুরুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত সিপিপি উপজেলা ৫৪ জন স্বেচ্ছাসেবকদের সরঞ্জামাদি বিতরণ করা হয়।
সুন্নী সম্মেলন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী আহমদিয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার কাথরিয়ায় অনুষ্ঠিত ওই সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হাসান রেজা আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা ছাত্রদল নেতা ব্যাংকার হামিদুল ইসলাম, যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজান, ওমরগণি এম.ই. এস কলেজের লেকচারার আবিদ মুহাম্মদ এরশাদ প্রমুখ।
বিদায় অনুষ্ঠান
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে মঙ্গলবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি ও সরকারি কলেজে ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল। প্রধান অতিথি ছিলেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ইয়াসমিন খাতুন, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উলস্নাহ, সহকারি অধ্যাপক মনোয়ার হোসেন, প্রভাষক আমিরুল ইসলাম প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী ক্যাডেট কলেজের ৫৭তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কলেজ মাঠ প্রাঙ্গনে তিন দিনব্যাপি আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ড. আ ফ ম মোরতাহান বিলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব, মেজর জেনারেল সাজেদুর রহমান। আরও উপস্থিত জেলা প্রশাসক আফিয়া আখতার, ইউএনও সানজিদা সুলতানা, অ্যাডজুটেন্ট মেজর জুভেন ওয়াহিদসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, অভিভাবকমন্ডলী, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটরা।
শীতবস্ত্র বিতরণ
ম মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ড্যান্টের উদ্যোগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যোন্ট অফিসার সাইদুর রহমান ২০০ জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে কম্বল বিতরণ করেন।
ক্রিকেট টুর্নামেন্ট
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রাতে বনোয়ারী মোড় এলাকার আলীম জুট মিল কর্পোরেশন মাঠে ইয়াংস্টার ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার পৌরসভার সাবেক মেয়র মনছুরুল ইসলাম দানু। উদ্বোধক ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আনারুল ইসলাম আনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর ও সদস্য সচিব শাহিন আলম শান্ত।
শীতার্তদের সহায়তা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে ছিন্নমূল ও অসহায় মানুষকে কম্বল বিতরণ করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান। গত সোমবার মধ্যে রাতে গফরগাঁও রেলওয়ে স্টেশন, শিবগঞ্জ রোড ও পৌর এলাকার আশপাশের বিভিন্ন সড়কে গিয়ে শীতে কষ্ট পাওয়া মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা ক্যাম্প
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর মাইজহাটিতে একুশে পদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গল্প লেখক, অভিনেতা, ভাষাসৈনিক আসকার ইবনে শাইখের নামে প্রতিষ্ঠিত আসকার কমপেস্নক্সে হাজেরা আসকার দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে শুক্রবার বাংলাদেশ আই ট্রাস্ট ফাউন্ডেশন, রোটারি ক্লাব অফ ঢাকা, রোটারি ক্লাব অফ ময়মনসিংহের ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পের মাধ্যমে ২ হাজার ৫৭৮ জনকে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ, টেস্ট, চশমা ও চিকিৎসা উপকরণ দেওয়া হয়।
মাসিক সভা অনুষ্ঠিত
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও তৌহিদুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু মুছা, ইসলামপুর থানার ওসি সাইফুলস্নাহ সাইফ, উপজেলা প্রকৌশলী আমিনুল হক প্রমুখ।
আলোচনা সভা
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে 'চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট' বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউট আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সভা হয়। এতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. শরীফা শাহজাদী, জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আলী রেজা, ময়মনসিংহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. উম্মে রায়হান সিদ্দিকীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
স্বাস্থ্যবিষয়ক কর্মশালা
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া উপজেলা মাল্টি-স্টেক হোল্ডারদের সঙ্গে কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের সার্ভিক সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউএনও কে এম আবু নওশাদ, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শামসুদ্দীন মোলস্না। আরও উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. আ.স.ম মাহবুবুল আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডা. মনি শংকর পাইক, ক্লিনিকাল কনসালটেন্টের সহকারী পরিচালক ডা. বি এম দিন মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসিবুর রহমান প্রমুখ।
শীতার্তদের উপহার
ম মানিকছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকৃতিতে বইছে শৈত্যপ্রবাহ, বাড়ছে শীতের প্রকোপ। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে কষ্ট বাড়ছে গরিব ও অসহায় নিম্ন আয়ের মানুষের। শীতার্ত ও দরিদ্র এসব মানুষের মধ্যে কিছুটা উষ্ণতা ছড়াতে খাগড়াছড়ির মানিকছড়িতে সাতশ' শীতার্তকে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি এইচ এ গ্রম্নপের চেয়ারম্যান হাফিজ আহমেদ। গত সোমবার উপজেলার দক্ষিণ কালাপানিতে প্রতিষ্ঠিত জরিফা খাতুন মহিলা দাখিল মাদ্রাসার মাঠে ও বিকাল সাড়ে ৪টায় গ্যাসফিল্ডে অবস্থিত হাফিজ আহমেদ সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক মেম্বার, ডা. আলমাছ ও স্থানীয় সর্দার শের খান বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে
ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
মোহনগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে মোহনগঞ্জ থানা প্রাঙ্গনে থানার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওসি আমিনুল ইসলাম, সঞ্চালনা করেন এসআই কানাই লাল চক্রবর্তী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ধান চাল পাট আড়ৎদার মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, মোহনগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, জামায়াতে ইসলামীর মোহনগঞ্জ শাখার আমির মোফাজ্জল হোসেন সবুজ, পৌর আমির রফিকুল ইসলাম রাসেল, ইসলামি আন্দোলনের উপজেলা শাখা সভাপতি হাফেজ মাওলানা মোখলেসুর রহমান প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে চন্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর শালের ডাঙ্গা মাঠে বড়হরিপুর শালের ডাঙ্গা খেলোয়াড় একাদশ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার খুশি ব্রিক্সের সত্ত্বাধীকারী খাদেমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায় এ খেলা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আফছার আলীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক। বিশেষ অতিথি পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মানজুর রশিদ প্রমুখ।
ব্যবসায়িক কর্মশালা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমবায়ের উৎপাদিত সরিষা তেলের পরিচিতি ও বাজার সংযোগ বিষয়ে ব্যবসায়িক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় রনশিয়া আইসিএম কৃষান-কৃষানী সমবায় সমিতির আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন ইউএনও রমিজ আলম। সমিতির সভাপতি আব্বাস আলী খানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, কোস্ট ফাউন্ডেশনের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জাহিদুল ইসলাম, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা রাজিব ভৌমিক, রনসিয়া আইসিএম সমিতির সাধারণ সম্পাদক জামিল খান প্রমুখ।
মিষ্টি বিতরণ
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
অবশেষে কুড়িগ্রাম জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন হওয়ায় গত সোমবার সন্ধ্যায় রাজারহাট বাজারে উপজেলা যুবদলকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। নেতাকর্মীদের শ্লোগান, মিছিলে মুখরিত গোটা শহর জুড়ে।
এদিন সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষযটি জানানো হয়। ঘোষিত কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, ১নং যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব্ব সোহেল হোসাইন কায়কোবাদ ও সদস্য করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভিরুল ইসলাম।
শিখন কর্মশালা
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
ফুলকির আয়োজনে গাজীপুরে অপরাজিতা প্রকল্পের প্রথম পর্যায়ের মূল্যায়ন, অগ্রগতি ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে গাজীপুর সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। গাজীপুর সদর ইউএনও মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ, ফুলকির প্রকল্প ব্যবস্থাপক ফারাহ্ তহসীন, উপ-প্রকল্প ব্যবস্থাপক শাহানা বেগম এবং সেভ দ্য চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক তারিকুজ্জামান, প্রযুক্তিগত বিশেষজ্ঞ বিজান চৌধুরী, অপরাজিতা প্রকল্পের তহুরুন নেসা লাকী প্রমুখ।
উৎসবের সমাপনী
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার নাট্য সমিতির ১৩২ বছরে পদার্পণ উপলক্ষে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত সোমবার রাতে ডোমার নাট্য সমিতির মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ডোমার নাট্য সমিতির আহবায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও নাজমুল আলম, এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ওসি আরিফুল ইসলাম।
মতবিনিময় সভা
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন বড়দিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে গত সোমবার বিকালে এ সভা হয়। ইউএনও সাজ্জাদ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজ, গৌরীপুর থানার ওসি গাজী মাযহারুল আনোয়ার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন, উত্তর জেলা বিএনপির সদস্য আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুলস্নাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপস্নব প্রমুখ।