বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বিচারপতি নিয়োগ কমিশনে আইনজীবী চায় না জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

যাযাদি রিপোর্ট
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিচারপতি নিয়োগ কমিশনে আইনজীবী চায় না জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কমিশনে আইনজীবীকে সদস্য হিসেবে রাখলে 'স্বার্থের সংঘাত' সৃষ্টি হবে বলে মনে করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বিষয়টিকে কমিশনের 'মূল উদ্দেশ্যের পরিপন্থি' বর্ণনা করে সোমবার এক বিবৃতিতে এর নিন্দা জানিয়েছে সংগঠনটি।

অ্যাসোসিয়েশন বলছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য বিচার বিভাগ সংস্কার কমিশন নয় সদস্যের একটি কমিশন গঠনের সুপারিশ করেছে। সেখানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সুপ্রিম কোর্টের অপর একজন আইনজীবীকে সদস্য হিসেবে রাখার প্রস্তাব করা হয়েছে। কিন্তু বিচারক নিয়োগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে সদস্য হিসেবে রাখলে তাতে স্বার্থের সংঘাত সৃষ্টি হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনৈতিক বা রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হওয়া আশঙ্কা করছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

1

বিবৃতিতে বলা হয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইনজীবীরা এবং জেলা আদালতের বিচারকগরা সম্ভাব্য প্রার্থী হলেও নিয়োগ কমিশনে আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধি সদস্য থাকা 'বৈষম্যমূলক' এবং 'পক্ষপাতিত্বমূলক' হবে বলে জেলা আদালতের বিচারকরা মনে করেন। যেখানে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকগণ থাকছেন, সেখানে আইনজীবী প্রতিনিধিকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

আইনজীবীদের কাউকে বিচারক নিয়োগ কমিশনে অন্তর্ভুক্ত করা হলে আগের মতো বিচারক নিয়োগে রাজনৈতিক প্রাধান্য বৃদ্ধি ও পাবে বলে মনে করে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বিবৃতিতে বলেছে, বিচারক নিয়োগ কমিশনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, আইনজীবী কিংবা কোনো পেশাজীবী সংগঠনের নেতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে