শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লাখ টাকা জরিমানা

তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বদেশ ডেস্ক
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তিন জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল মবিল জব্দ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লাখ টাকা জরিমানা করা হয়। নরসিংদীর শিবপুর, ঠাকরুগাঁওয়ের পীরগঞ্জ ও ময়মনসিংহের গৌরীপুরে এই অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামে অবৈধ মবিল তৈরির কারখানায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ মবিল ও মোরকজাত করার সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের প্রবাসী আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মবিল তৈরির কারখানার সন্ধান পায়।

1

আটক জিয়াউর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছোট হাতিয়ার কালামিয়া পাড়ার মৃত কবির আহমেদের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মবিল, খালি কৌটা ও মোড়কজাত করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে এবং এসবে জড়িত থাকার দায়ে জিয়াউর রহমানকে আটক করা হয়।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ২ হাজার বস্তা ধান অবৈধ ভাবে মজুদ রাখার অপরাধে হাসান আলী নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় মেসার্স হাসান ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এ জরিমানা করেন। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, খাদ্য পরিদর্শক নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ের জংশনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালানো হয়।

জানা গেছে, ৪-৫ দিন আগে জংশন সংলগ্ন এলাকায় রেলওয়ের প্রায় এক কাঠা (১০ শতক) জমি দখল করে টিনশেড দিয়ে দোকান ঘর নির্মাণ করছিল এলাকার প্রভাবশালীরা। খবর পেয়ে বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। এ সময় টিনশেড দোকান ঘরটি ভেঙে রেলওয়ের জায়গা দখলমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে