শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদক কারবারিসহ তিন জেলায় ৬ জন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মাদক কারবারিসহ তিন জেলায় ৬ জন গ্রেপ্তার
মাদক কারবারিসহ তিন জেলায় ৬ জন গ্রেপ্তার

তিন জেলায় নানা অপরাধে মাদক কারবারিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি, বগুড়ার সারিয়াকান্দিতে পরোয়ানা ভুক্ত ৩ আসামি ও সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করা হয়। প্রতিিিনদদেও পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বদরখালী বাজার এলাকার আল-হোছাইন আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

1

গ্রেপ্তাররা হলেন- বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মাতারবাড়ী পাড়ার রিদুয়ান সিকদারের ছেলে ফরহাদ বিন রিদুয়ান (৩২) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম পুকপুকুরিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে আব্বাস উদ্দিন (৪২)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, বদরখালী বাজারের একটি হোটেলে দুই ইয়াবা কারবারি অবস্থান করছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তিকে আটকের পর তাদের প্যান্টের পকেট থেকে ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, সারিয়াকান্দি থানা পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, অভিযান পরিচালনা করার সময় উপজেলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৩ জন আসামি পৌর এলাকার কুঠিবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে রতন মিয়া, অপরজন ঘুঘুমারী দক্ষিন পাড়ার আমজাদ হোসেন ছেলে খোকন মিয়া ওরফে রিজন ও রামকৃষ্ণপুর গ্রামের বুলু মিয়ার ছেলে আপেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পিপি জহুরুল হায়দার বাবুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতে খুলনার পশ্চিম বানিয়া খামার এলাকা থেকে যশোরের একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। উপজেলা সদরের নকিপুর গ্রামের ডা. আব্দুল জলিলের ছেলে জহুরুল হায়দার ও সাবেক এমপি জগলুল হায়দারের ছোট ভাই।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর জানান, তার বিরুদ্ধে উপজেলার কাশিমাড়ী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক অলিউলস্নাহ সরদারকে হত্যা, রেজাউল হত্যা, উপজেলা বিএনপির অফিস ভাংচুরসহ অন্যান্য মামলা রয়েছে। হাসান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান লুটের মামলায় জহুরুল হায়দারকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে