শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাঙ্গাবালীতে জেলেদের মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাঙ্গাবালীতে জেলেদের মানববন্ধন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পোনা ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেন জেলেরা -যাযাদি

সাগরে বিতর্কিত ট্রলিং বোট দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করায় মাছের পোনা ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পটুয়াখালীর রাঙ্গাবালীর সমুদ্রে মাছ শিকারী জেলেরা।

এর ফলে সমুদ্রে মাছের ঘাটতি দেখা দেওয়ায় মাছ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফেরা জেলেরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে মানববন্ধন করেছেন।

1

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের আগুনমুখা নদীর তীরে এ কর্মসূচি করা হয়। এতে স্থানীয় সমুদ্রগামী শতাধিক জেলে অংশ নেন।

জেলেদের দাবি, সাগরে বিতর্কিত ট্রলিং বোট দিয়ে নিষিদ্ধ ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ ধরায় মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের ছোট পোনা।

মৎস্যজীবীদের অভিযোগ, ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় মাছের উৎপাদন ও বংশবিস্তার ব্যাহত হচ্ছে। সমুদ্রে ঘাটতি দেখা দিচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের। যার কারণে সাধারণ জেলেদের জালে তেমন মাছ ধরা পড়ছে না। একারণেই ট্রলিং জেলেদের প্রতি ক্ষুব্ধ সাধারণ জেলেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে