ময়মনসিংহের গফরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাসটিয়া এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা।
এতে লরি ট্রাকটি ছিটকে পড়ে পাশের ক্ষেতে ও হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেনের ইঞ্জিনে থাকা এক নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গফরগাঁও রেলওয়ে স্টেশান সুত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে হাওড় এক্সপ্রেসের ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে উপজেলার বাসটিয়া এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে লরি ট্রাকটি ছিটকে রাস্তার পাশে পড়ে। এ সময় লরির চালক পালিয়ে যান।
গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান বলেন, লরির সঙ্গে ট্রেনের সংঘর্ষের খবর পেয়েছেন। বাসটিয়া এলাকার রেল ক্রসিংটি অনুমোদনবিহীন তাই তাদের কোনো দায়িত্বরত লোক থাকে না।