কিশোরগঞ্জের উপজেলার দামপাড়া ইউনিয়নের কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ওয়ালের পাশে একটি টিনের ঘরের মধ্যে সন্ধায় অগ্নিকান্ডের পর সকালে ধ্বংসস্তূপে মিলেছে একজন বৃদ্ধের কঙ্কাল। কোনো একটি পক্ষের লাশের দাবি জানালেও ডিএনএ টেষ্ট না করা পর্যন্ত কোনো কিছু বলা যাবে না বলে পুলিশের দাবি।
ঘটনাটি ঘটেছে নিকলী দামপাড়া কারপাশা মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গত ২৫ ডিসেম্বর সন্ধার দিকে।
এ দিন ওই এলাকায় একটি পরিত্যাক্ত টিনের ঘরে আগুন লাগে। খবর পাওয়ার পর নিকলী উপজেলা ফায়ার স্টেশনের ফাইটাররা আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় এলাকাবাসী পুলিশ ও উৎসুক এলাকাবাসী কোনো কঙ্কাল বা লাশ দেখতে পায়নি।
গত বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান ঘরের ধ্বংস্তূপের মধ্যে মাংসবিহীন মাথাবিহীন একটি মানব কঙ্কাল। এ খবর পাওয়ার পর নিকলী থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।
এদিকে গত ১৯ ডিসেম্বর দামপাড়া গুলহাটি আনোয়ারা বেগম নামের একজন বৃদ্ধ নারী নিখোঁজ হন। আগুনে পুড়ে যাওয়া ঘরের দক্ষিন পাশে আঙ্গুরা বেগমের ব্যবহৃত ওড়না দেখে ফেরদৌছ তার মা বলে সনাক্ত করেন।