কর্মশালা অনুষ্ঠিত
ম জয়পুরহাট প্রতিনিধি
আগামী ১ থেকে ৭ জানুয়ারী সারাদেশে গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপ কার্যক্রম পরিচালনা হবে। কর্মসূচিকে সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার অংশগ্রহণ ও সহযোগিতা নিশ্চিতের জন্য এক কর্মশালা জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা পরিসংখ্যান কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন কর্মকর্তা।
সভায় জানানো হয়, আগামী ১ থেকে ৭ জানুয়ারী সারাদেশে গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপ কার্যক্রম শুরু হবে।
বৃত্তি প্রদান
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ৩২তম বৃত্তি প্রদান ও ৩৩তম বৃত্তি পরীক্ষা বুধবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বাঁশখালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আশেক এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুলস্নাহ নূরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। বাঁশখালী ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক খালেদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ, অধ্যাপক কামরুদ্দিন আহমদ, ফেরদৌস আকতার, অধ্যাপক সুজন বড়ুয়া, অধ্যাপক মফিজ উদ্দিন, মোক্তারুজ্জামান, কুতুবউদ্দিন হাসান নূরী প্রমুখ।
ক্রিকেট টুর্নামেন্ট
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে নেকজাহান সুপার লীগ নাইট টি-টেন ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুল মাঠে স্পোর্টস নেক্সাস বিডি আয়োজনে ও ছোঁয়া ইলেকট্রনিক্সের সার্বিক সহযোগিতায় নাইট টি-টেন টুর্নামেন্টের উদ্বোধন হয়। সরকারি ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত এস.এম রিয়াজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও তৌহিদুর রহমান। উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী প্রমুখ।
পিঠা উৎসব
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ, এতিম, প্রতিবন্ধী, অসহায় গরীব মানুষদের নিয়ে ৬ষ্ঠ বার্ষিক পিঠা উৎসব পালিত হয়েছে। চিতল পিঠা, তেলের পিঠা, পায়েস, মুড়ি দিয়ে আপ্যায়নের পর সবাইকে নগদ অর্থ বিতরণ করা হয়। শুক্রবার মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোলস্না। উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোলস্না, শ্রম মন্ত্রনালয়ের কর্মকর্তা মোস্তফা আজিজুল করিম, ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া প্রমুখ।
ইমাম সম্মেলন
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বাল্য বিবাহ বন্ধ ও শিশু সুরক্ষায় কক্সবাজারের উখিয়ায় বার্ষিক ইমাম সম্মোলন ২০২৪ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও কামরুল হোসেন চৌধুরী। উখিয়া সদর রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাজেদুল ইসলাম রোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার, উখিয়া থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ নোমান, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমদ প্রমুখ।
ফুটবল ফাইনাল
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বালিকাদের খেলায় মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং বালকদের খেলায় বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুমাইয়া মমিন। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড মিলন চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম আরিফুল হক ও আব্দুস সালাম, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, হযরত আলী প্রমুখ।
প্রশিক্ষণ মজলিস
ম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্সের হল রুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বিষয়ভিত্তিক আলোচনা পর্ব ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রশিক্ষণ মজলিশ শেষ হয়। খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও সেক্রেটারী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহফিনুল হাসান। প্রধান আলোচক ছিলেন খেলাফত মজলিস উপজেলার প্রধান উপদেষ্টা শায়েখ কেফায়েত উলস্নাহ মাদানী।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ম জয়পুরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস'র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার জয়পুরহাট জেলা বিএনপি অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাসাসের সদস্য মিনারুল ইসলাম মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জাসাসের মাসুদ রানাসহ অন্যরা।
টুর্নামেন্ট অনুষ্ঠিত
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। উপজেলার মালখানগর ষোলআনি মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার উদ্বোধন করেন মালখানগর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জামান। প্রধান অতিথি ছিলেন দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব সারোয়ার হোসেন সানি।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. হুজাইফার পরিচালনায়, কাজী নাজমুল ইসলাম রুপম ও শান্ত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা কুঁড়ি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ইসলামিক অনুষ্ঠানের আলোচক মুফতি মাওলানা লোকমান হোসেন সাইফি, মাওলানা আব্দুল আউয়াল জিহাদি প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে সৈয়দপুর কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার মোমিনপুর ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি শরিফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, উপদেষ্টা মন্ডলির সদস্য রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি ছাবদারুল ইসলাম, যুগ্ম সম্পাদক কামরুল হাসান সুজন প্রমুখ।
মাসিক সভা
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রেস ক্লাব রাজারহাট কার্যালয়ে বুধবার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুসের (দৈনিক খোলা কাগজ) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের (দৈনিক করতোয়া, দৈনিক যায়যায়দিন ও দি ডেইলি অবজারভার) সঞ্চালনায় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম (দৈনিক সংগ্রাম), এম আজিজুল হক (দৈনিক জনতা ও আইএনবি), ইমতিয়াজুল ইসলাম লাভলু (দৈনিক সকালের বাণী),আসাদুর রহমান শিমু (দৈনিক আজকালের কন্ঠ), আশরাফুল আলম সাজু (দৈনিক প্রতিদিনই সংবাদ), সাইফুল ইসলাম (দৈনিক ডেসটিনি), লুৎফর রহমান আঁশু (দি ডেইলি মর্নিং অবজারভার ও আনন্দ টিভি), মোহাম্মদ শাহজাহান আলী (দৈনিক সমাচার), মোহাম্মদ আলী মন্ডল এটম (দৈনিক সময়ের কাগজ ও আমাদের অর্থনীতি) প্রমুখ।
আলোচনা সভা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যদিয়ে গাইবান্ধার সাঘাটায় তিস্তামুখ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পত্রিকার সিনিয়র উপদেষ্টা জিয়াউল করিম আকন্দ মিঠুর সভাপতিত্বে ও সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএনও ইসাহাক আলী, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী, জেলা সহ-সভাপতি ফারুক আলম সরকার, উপজেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক মইন প্রধান লাবু, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, তিস্তামুখের উপদেষ্টা সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।
ইউএনও'র মতবিনিময়
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মসসিংহের গৌরীপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইউএনও সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এ সভা হয়। সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড সুনন্দা সরকার প্রমা, ওসি মীর্জা মাযহারুল আনোয়ার, উত্তর জেলা বিএনপির সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন, অ্যাডভোকেট নরুল হক, বিএনপি নেতা আব্দুল আজিজ, শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতের আমির বদরুজ্জামান, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুলস্নাহ আল আমিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক শেখ মো. বিপস্নব প্রমুখ।
সালানা জলসা
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট কদম রসুল (দ.) হিফজুল কুরআন মডেল মাদ্রাসার সালানা জলসা ও সদ্য সমাপ্তকারী তিন কুরআনে হাফেজকে দস্তারবন্দী (পাগড়ী) প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাগিচাহাট খাঁনদিঘীর পাড়স্থ মাদ্রাসা সংলগ্ন মাঠে সালানা জলসা ও দস্তারে ফজিলত উপলক্ষে ছিদ্দিকে আকবর (রা.) স্মরণে আলোচনা সভা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আলকাদেরির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল আহাদ জোহাদীর সভাপতিত্বে হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সিরাজি ও হাফেজ মুহাম্মদ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মুজিবুর রহমান সওদাগর। উদ্বোধক হিসেবে তকরির পেশ করেন জামিরজুরী রজবীয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলস্নামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী (মা.জি.আ)।
পুরস্কার বিতরণ
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে শাহ দৌলতিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার সকালে হাইদ চকিয়া দরবার শরীফের মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রাহাত খান। মাওলানা মুহাম্মদ জেবল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা উসমান গণি মাওলানা মুহাম্মদ, রিদোয়ান হোসেন, সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন, মাওলানা হাসেম, মাওলানা জাহেদ।
কম্বল প্রদান
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর ভবনে পৌরসভার ১,২,৩,৪ ও ৬ ওয়ার্ডের দুইশ' জন শীতার্থ মানুষকে এসব কম্বল বিতরণ করেন ইউএনও ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ। উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব আনোয়ার পারভেজ প্রমুখ।
আন্তঃউপজেলা ক্রিকেট
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জের ১১ ইউনিয়ন নিয়ে উদ্বোধন করা হয়েছে আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে। খেলায় জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সভাপতি মুহা. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না দক্ষিন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিলস্না দক্ষিন জেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় উপজেলা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা জাসাসের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান হীরার সভাপতিত্ব ও সদস্য সচিব অলি উলস্নাহ রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়মুন আরেফিন অঙ্গন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
ডায়ালগ অনুষ্ঠিত
ম নড়াইল প্রতিনিধি
নড়াইলে শিশুর প্রতি যৌনশোষণ ও মানবপাচার প্রতিরোধে পদক্ষেপ গ্রহণে গনমাধ্যম ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠানে জেলার ২০জন গনমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) প্রজেক্ট সমন্বয়কারী এসএম আহসান উলস্নাহ মূল বিষয় তুলে ধরেন। নড়াইল প্রেস ক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে ডায়লগে অংশ নেন সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন, মোস্তফা কামাল, কাজী হাফিজুর রহমান, কার্তিক দাস, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, আল-আমিন প্রমুখ।
ফলাফল ঘোষণা
ম লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার দারুল উলুম সিংহেরহাটি ইসলামিক রিসার্চ সেন্টারের আয়োজনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এছাড়া পরীক্ষায় ১ম থেকে ৫ম স্থান অর্জনকারী ও শ্রেণিকক্ষে সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার সকালে এ উপলক্ষে আলোচনা সভায় সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মোখলেস আলম দপ্তরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুফতি ইব্?রাহিম খলিল হাজীপুরী। বিশেষ অতিথি ছিলেন জাপানপ্রবাসী নুর আলম ঢালী ও দানেশ খলিফা। রিসার্চ সেন্টারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিলস্নুর রহমান মিঠুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল হাফিজুল ইসলাম।