রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নিয়ামতপুরে হত্যার উদ্দেশে স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নিয়ামতপুরে হত্যার উদ্দেশে স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রম্নতার জের ধরে স্কুল শিক্ষিকা ও তার বাবাকে হত্যার উদ্দেশে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর মধ্যেপাড়া গ্রামে।

এজাহার সুত্রে জানা য়ায়, হোসেন আলী ও তার মেয়ে স্কুল শিক্ষিকা রেশমিকার সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই শামসুদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরেই হোসেন আলী ও তার কন্যা রেশমিনারাকে একা পেয়ে শামসুদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে মারধর করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা রেশমিনারা বলেন, দীর্ঘদিন ধরে তার চাচা শামসুদ্দিনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। গত ২৪ তারিখ সকালে তাকে একা পেয়ে শামসুদ্দিনের হুকুমে, জাহিদুল বটি দিয়ে তার মাথায় আঘাত করে। এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন ভুক্তভোগী স্কুল শিক্ষিকা রেশমিনারা।

1

থানার ওসি হাবিবুর রহমান বলেন, এজাহার পেয়েছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে