রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কবরস্থান থেকে শটগান উদ্ধার

যাযাদি রিপোর্ট
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কবরস্থান থেকে শটগান উদ্ধার

রাজধানীর উত্তরার ফায়েদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে দক্ষিণখানের ফায়েদাবাদ মধ্যপাড়ার একটি পারিবারিক কবরস্থান থেকে শটগানটি উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার দুপুরে খবর আসে ফায়েদাবাদ মধ্যপাড়ার মরহুম হাজী হাসেন আলীর পারিবারিক কবরস্থানের দক্ষিণপাশের ফাঁকা জায়গায় একটি অস্ত্র পড়ে আছে। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে দক্ষিণখান থানার টহল টিম।

1

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রের গায়ে ইংরেজিতে- ণখ১২-১ঔ৬ ০৪ ০৪৪৭০, গঅউঊ ওঘ ঈঐওঘঅ ০৪ ১০ ২০ লেখা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে