কুড়িগ্রামের রৌমারীতে ১৩কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক করেছে পুলিশ। রবিবার (২৫ মে )দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মোড়ে সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে। থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে উক্ত গাজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন কুড়িগ্রামের নাগেরশ্বরী উপজেলার নিলুর খামার গ্রামের সাইদ আলীর পুত্র রবিউল ইসলাম রবিন (২৬) কাশির ভিটা গ্রামের মকবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৬) ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজূ প্রক্রিয়াধীন রয়েছে । আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।