সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চৌগাছায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

চৌগাছা প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ২০:০৭
চৌগাছায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 
ছবি : যায়যায়দিন

যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“স্বল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” এই স্লোগানকে সামনে রেখে কর্মশালার আয়োজন করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

1

উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আশরাফুজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোর জেলার উপ-পরিচালক রফিকুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষচন্দ্র চক্রবর্তী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা।

প্রশিক্ষণে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া, নারায়নপুর ও স্বরুপদাহ ইউনিয়নের মোট ৩৫ জন ইউপি সদস্য অংশগ্রহণ করছেন। সোমবার (২৬ মে) এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে