জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে সারা দেশের ন্যায় বগুড়ার সোনাতলাতেও শুরু হয়েছে ভূমি মেলা। এ উপলক্ষে আয়োজিত হয়েছে র্যালি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
রবিবার (২৫ মে) সোনাতলা উপজেলা ভূমি অফিস চত্বরে তিনদিনব্যাপী ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
উদ্বোধন শেষে তিনি বলেন, বাংলাদেশের ভূমি সেবা এখন ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে দ্রুত এগিয়ে চলেছে। ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থা নাগরিকদের জন্য স্বস্তিদায়ক, হয়রানিমুক্ত এবং জনবান্ধব। এখন দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা সম্ভব।
এবারের ভূমি মেলার প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’। তিনদিনের এই মেলায় ২৫ থেকে ২৭ মে পর্যন্ত ভূমি সংক্রান্ত সবধরনের নাগরিক সেবা প্রদান করা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন, পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, বালুয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল হোসাইন, জোড়গাছা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, দিগদাইড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, পাকুল্যা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, মধুপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং অফিস সহায়ক তাজমুন নাহার, ওয়াজেদ আলী সরকার, মাহবুবুল আলম, সোরাইয়া ফাতেমা, তাহেরুল ইসলাম, হারুন-অর-রশিদ, আনোয়ার কবির, আব্দুল মোতালেব হোসেনসহ অনেকে।