চার জেলায় ধর্ষণ ও হত্যা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খুলনার রূপসা, নেত্রকোনার দুর্গাপুর, ফরিদপুরের ভাঙ্গা ও পাবনার আটঘরিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার খান জাহান আলী টোল পস্নাজা এলাকায় ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গ্রেপ্তাররা হলেন- খুলনার মো. কাজল (২৯) ও মাদারীপুরের আবুল হোসেন (৪২)। রোববার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল পস্নাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তলস্নাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। জব্দ গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুর থানায় দায়ের হওয়া সন্ত্রাস ও নাশকতার মামলায় তিন ইউপি চেয়ারম্যান এবং দুই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আত্মসমর্পণ করা তিন ইউপি চেয়ারম্যান হলেন- দুর্গাপুরের ২ নং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার আলী ও ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। এ ছাড়াও আত্মসমর্পণ করা অপর দুই ছাত্রলীগ নেতা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন।
রোববার সকালে রাজশাহীর আমলী আদালত-৩ এর বিচারক মলিস্নকা চক্রবর্তীর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানালে আদালত শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরে ভাঙ্গায় ইয়াবাসহ ওবায়দুর রহমান (৩৪) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট গ্রামের খামারকান্দি এলাকা থেকে তাকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৫৩, ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে রোববার ফরিদপুর আদালতে পাঠানো হয়।
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের বাঁশঝাড় থেকে এক যুবতীকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছের্ যাব-১২। গত শনিবার আদম আলীকে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করের্ যাব-১২ পাবনা এবংর্ যাব-১৪ টাঙ্গাইলের একটি যৌথ আভিযানিক দল। এর আগে গত ২৪ ডিসেম্বর এক যুবতীর লাশ বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ২৫ ডিসেম্বর আটঘরিয়া থানায় মামলা হয়।