পাবনার সুজানগরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সংক্ষিপ্ত পথসভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ। পাবনা জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ কাউসার মাহমুদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, গোলাম আযম, মাসুম চৌধুরী, আজম খান, গোলাম মোর্তজা, ছাত্রদল নেতা সৈকত হাসান ফিরোজ, শেখ রাফি, রাকিব, জুয়েল, প্রান্ত,রউফ, কাউসার,জনি, জাবেদ, আলামিন, আসিফ, বাপ্পি, পিয়াস, মারুফ, আশরাফুল ইসলাম অন্তর, পিকে সাব্বির, এনামুল হক নাইম প্রমুখ।