নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকার টিসিবি'র চাল ও ডালের ডিলারের বিরুদ্ধে মালামাল বিতরণে অনিয়ম যৌর্থ অভিযানে প্রাথমিকভাবে ধরা পড়েছে।
জানা গেছে, জেলা শহরের সাতপাই এলাকায় টিসিবির চালের ডিলার মো. লুৎফর রহমান এবং ডালের ডিলার মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে বুধবার দুপুরে বিতরনে অনিয়মের বিষয়টি এলাকার কিছু সংখ্যক দরিদ্র লোক নেত্রকোনা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুস সাকিবকে অবহিত করেন।
এরই প্রেক্ষিত সেনা বাহিনীর একটি টিম মডেল থানা পুলিশ ও পৌরসভার সমন্বয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় চালের ডিলার মো. লুৎফর মো. লুৎফর রহমানের বিরুদ্ধে ৩০৫ কেজি এবং ডালের ডিলার মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ২৩ কেজি প্রাথমিকভাবে ঘাটতি পাওয়া যায়। এ সময় মডেল থানার এএসআই আশরাফুল আলম, পৌরসভার উচ্চমান সহকারী নন্দন কুমার দত্ত উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।