কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মীর জলিলের (৫৫) বিরুদ্ধে জোড়পূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। একই সঙ্গে অটো পার্সের মালামাল রাখার দোকান ভাংচুর করার অভিযোগ মৃত শাফি উদ্দিনের ছেলে আলমাছ মিয়া (৩৯) বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী আলমাছ মিয়া বলেন, 'মীর জলিল বিগত ৯০ দশকের দিগে আমার পিতার ৩৮ শতাংশ জমির মধ্যে ২৮ শতাংশ কেনেন। গত ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে মীর জলিলের ছেলে সম্রাট মিয়া, বাবুল মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্রসজ্জিত নিয়ে আমার দোকানঘরটির মধ্যে থাকা জিনিস পত্র নিয়ে যায় ও ভাংচুর করেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ব্যাপারে মীর জলিলের বাড়িতে স্বাক্ষাৎকারের জন্য এক দল সংবাদ কর্র্মী তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে মীর জলিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, 'কে বা কারা রাতে বা ভোরে দোকান ঘর ভেঙে দোষ দিয়েছে আমার উপর।' বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেবেন।