সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

অতিথি পাখি বিক্রির সময় আটক ২

গাজীপুর প্রতিনিধি
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
অতিথি পাখি বিক্রির সময় আটক ২

রাজধানী ঢাকার ৩শ' ফিট ও বসুন্ধরা এলাকায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে ১০টি অতিথি পাখিসহ দুইজনকে আটক করেছেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার ৩শ' ফিট ও বসুন্ধরা এলাকা থেকে বালিহাঁসসহ দুইজনে আটক করে।

1

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মলিস্নক জানান, বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকার ৩শ' ফিট ও বসুন্ধরা এলাকায় একটি চক্র অতিথি তথা বন্যপাখি বিক্রি করছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সমাজে অনেক প্রগতিশীল নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি তুলে ধরে এবং ডঈঈট কে অবগত করে। পরে মঙ্গলবার ডঈঈট এর ইন্টালিজেন টিম ওইসব এলাকায় ব্যাপক অভিযান চালায়। স্বেচ্ছাসেবী লোকজন এবং ছাত্রদের সহযোগিতা করে। ওইসব এলাকায় অভিযানকালে ১০টি বালিহাঁসসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। বালিহাঁসগুলোকে প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করা হবে। বালিহাঁস ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে