নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ডিজে নাচতে গিয়ে অসাবধানতা বসত তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক আহম্মেদ (১৫) নামে এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার বনপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ইসতিয়াক বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী এবং কালিকাপুর এলাকায় ইকবাল হোসেন বাবুর একমাত্র সন্তান।
জানা যায়, ইসতিয়াক বন্ধুদের সঙ্গে থার্টি ফাস্ট নাইট উদযাপনে বিকেলে বনপাড়া শফি ইঞ্জিনিয়ারের বাসার ছাদে যায়। সেখানে সন্ধার পর থেকে বক্সে ডিজে গান বাজানো আর রান্নার কাজ চলছিল। এ সময় নাচের তালে অসাবধানতা বসতঃ ইসতিয়াক ছাদ থেকে পড়ে যায়। তাকে ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।