শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

তারুণ্য উৎসব

ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

1

ফরিদপুরের চরভদ্রাসনে তারণ্য উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়। ইউএনও ফয়সল বিন করিমের সভাপতিত্বে ও এসিল্যান্ড নিশাত ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, প্রকৌশলী আব্দুস সাত্তর, আনসার ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা সরকারি গণগ্রন্থাগারে কর্মশালার উদ্বোধন করেন ইউএনও মাসুদ রানা। কর্মশালায় এসিল্যান্ড আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুল হক, উপজেলা প্রকৌশলী শামছুল হক, পিআইও হাবিবুর রহমান সুমন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলা অনুষ্ঠিত

ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে অবস্থিত বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে এ তারুণ্য মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও এসিল্যান্ড গোলাম রাব্বানী সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী।

শিক্ষক সমিতির কমিটি

ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার মাধ্যমিক শিক্ষক সমিতির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ঘশকে সভাপতি ও ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল আলম সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়। এ উপলক্ষ্যে গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ভালুকা উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূইয়া প্যানেল ভালুকা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত।

বিজ্ঞান মেলা

ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ইউএনও খবিরুল আহসান। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন বারহাট্টা প্রেস ক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহম্মেদ বাবুল, সাংবাদিক ফেরদৌস আহমাদ বাবুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এ আউয়াল, বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুলস্নাহ সোহেল, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ারে হোসেন, বারহাট্টা ছাত্র সমন্বয়ক হারিকুল হাসান সৈকত প্রমুখ।

প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ইউএনও আশরাফুল হক। পরে তিনি ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রযুক্তি প্রদর্শিত স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম. নুরল আমীন শাহ্‌, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী তুষার কান্তি রায়, আইসিটি কর্মকর্তা রতন চন্দ্র রায়, পলস্নী উন্নয়ন কর্মকর্তা মোশফেকুর রহমান প্রমুখ।

বসতবাড়িতে অগ্নিকান্ড

ম গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি টিনশেড বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে কোনাবাড়ী থানাধীন সেলিম নগর (হরিণাচালা) এলাকায় শাহাদৎ হোসেনের টিনশেড বাসার দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, সেলিম নগর (হরিণাচালা) এলাকায় শাহাদাৎ হোসেনের টিনশেড বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কবর জিয়ারত

ম লক্ষ্ণীপুর ও রামগতি প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর কবর জিয়ারত করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। মঙ্গলবার রামগতি উপজেলার রব রোড এলাকায় আমজাদিয়া জামে মসজিদ চত্বরে পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সদস্য এসএম আজাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আদনান সোহেল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ হোসেন ভূইয়া।

আয়বর্ধন প্রশিক্ষণ

ম মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় তিন দিনের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পলস্নী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে এ প্রশিক্ষণ হয়। মঙ্গলবার বিআরডিবি কার্যালয়ের হল রুমে ৩০ জন নারীকে উন্নত জাতের শাক সবজি চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত চলবে। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ইউএনও পাঠান মো. সাইদুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা পলস্নী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা মাহতাব উদ্দিন ভূঁইয়া। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা পলস্নী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা (ইরেসপো) মাহাবুর রহমান।

বিজ্ঞান মেলা

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সোম ও মঙ্গলবার মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সমাপনী দিনে সেরা স্টলধারীকে পুরস্কার প্রদান করা হয়। ইউএনও সিব্বির আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারহরিয়ার হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্‌খারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, পলস্নী উন্নয় অফিসার গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি নুরনবী দুলাল প্রমুখ।

স্কাউটসের সভা

ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বানারীপাড়া স্কাউটসের সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ইউএনও ও উপজেলা স্কাউটসের সভাপতি বায়েজিদুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা স্কাউটসের সদস্য নুরুন্‌ নাহার (এ.এল.টি), বরিশাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার, বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম, গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কে.এম শফিকুল আলম জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

সাঁতার প্রতিযোগিতা

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ পুকুরে এ প্রতিযোগিতা হয়। এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই পর্বের কাবাডি খেলায় শহীদ ইসমাম টিম ও শহীদ ওয়াসিম টিম চ্যাম্পিয়ন হয়। সাঁতার প্রতিযোগিতায় মনজুর, সিফাত ও আবির যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।

সেমিনার অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে 'অ্যাপেয়ারেল ডিজাইনের ভবিষ্যৎ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুলস্নাহ আল মামুনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইপিলিয়ন গ্রম্নপের সিনিয়র ডিজাইনার বদরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইকবাল মাহমুদ। মূল বিষয়ের উপর আলোচনা করেন, ডিজিটাল ফ্যাশনওয়্যারের থ্রিডি ফ্যাশন ডিজাইনার রেজওয়ানুল ইসলাম ও বিভাগের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক।

দোয়া মাহফিল

ম ঝালকাঠি প্রতিনিধি

জুলাই বিপস্নব ও গণঅভু্যত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠির রাজাপুরে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন হাফেজ কে এম মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাশার। এছাড়াও বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা খান।

কম্বল বিতরণ

ম গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুরে শীতার্তদের কম্বল বিতরণ করেছে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)। মঙ্গলবার উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভাওয়ালগড় ইউনিয়ন এলাকার ৩শ' শীতার্তদের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল রফিকুল ইসলাম, উপ অধিনায়ক মেজর মো. শরিফুল ইসলাম ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মুয়াজ।

সুপারভাইজার প্রশিক্ষণ

ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন অফিসার উসমান গণির সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম ও ভৈরব উপজেলা নির্বাচন প্রলয় কুমার সাহা। এতে ১৪ জন সুপারভাইজার ও ৮৫ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।

গণ-সংবর্ধনা

ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জুরাছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য বরুন বিকাশ দেওয়ান ও প্রতুল চন্দ্র দেওয়ান গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার মৈদং ইউনিয়ন পরিষদের আয়োজনে জামেরছড়িতে স্থানীয় হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এ গণ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জুরাছড়ি বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, স্থানীয় কাব্বারী লাল বিহারী চাকমা, দুমদুম্যা ইউনিয়নের সমাজ সেবা কল্যান ময় চাকমা।

রাস্তা উদ্বোধন

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদী টাটাপাড়ায় তিতু খাঁ রোডের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টাটাপাড়াস্থ নবনির্মিত রোডের উদ্বোধন করেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাটাপাড়া ড. রফিকুল ইসলাম খান হাসপাতালের জমিদাতা ও এন.আর.বি.সি ব্যাংকের পরিচালক ড. রফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, সোনার বাংলার সাবেক পরিচালক নুরুল ইসলাম, টাটাপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি ছবির মিয়া, ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতান উদ্দীন প্রমুখ।

মতবিনিময় সভা

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সঙ্গে ধুনট উপজেলায় কর্মরত সরকারি কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-জনতা এবং গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে সভায় ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড খায়রুজ্জামান, ধুনট থানার ওসি সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে